উপনির্বাচনে জয়ী হবে বিজেপি, বলে বসলেন মুকুল রায়, ভুল সংশোধন করে পরে দিলেন সাফাই

উপনির্বাচনে জয়ী হবে ভারতীয় জনতা পার্টি, এই কথা শোনা গেল সদ্য তৃণমূলে ফিরে আসা মুকুল রায়ের মুখে। কৃষ্ণনগরের বেলডাঙ্গায় এক পার্টি অফিসে এই কথা বলতে শোনা যায় কৃষ্ণনগরের বিধায়ককে।

উপনির্বাচন প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলে ফেলেন, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি বলতে পারি, এখানে ভারতীয় জনতা পার্টি নিজেকে প্রতিষ্ঠা করবে। যদিও এই মন্তব্যের কিছুক্ষণ পরেই নিজেকে শুধরে নেন, মুকুল রায়। বলেন, তৃণমূল কংগ্রেস নিজের ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠা করবে।

অন্যদিকে কৃষ্ণনগরের তৃণমূল নেতাদের মতে, মুকুল রায়ের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তিনি বলতে চেয়েছেন, তৃণমূলের জয় হবে, বিজেপির অস্তিত্ব থাকবে না।

তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন মুকুল রায়। এরপর বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি হন তিনি। ভোটের সময় কৃষ্ণনগর কেন্দ্র থেকে প্রার্থী হয়ে জয়ী হন মুকুল রায়। এই কেন্দ্রের বিজেপি বিধায়ক ভোট মিটতেই ফের তৃণমূলে ফিরে আসেন। তাঁর বিধায়ক পদ খারিজের দাবি জানায় বিজেপি। কিন্তু তিনি ছাড়েননি বিধায়ক পদ।

Comments are closed.