রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম বদলে হল মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার

খেলরত্ন থেকে রাজীব গান্ধীর নাম বাদ দেওয়া হল। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম হতে চলেছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। শুক্রবার টুইট করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হকি তারকা ধ্যানচাঁদকে সম্মান জানাতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন মোদী পরপর ২ টি টুইট করেন। প্রথম টুইটে তিনি বলেন, দেশবাসীর কাছে মেজর ধ্যানচাঁদের নামে খেলরত্ন পুরস্কারের নাম রাখার অনুরোধ পাচ্ছিলাম। আমি তাঁদের মতামত দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। সাধারণ মানুষের আবেগকে সম্মান জানিয়ে এবার থেকে খেল রত্ন পুরস্কারের নাম হল মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। জয় হিন্দ।

আরেকটি টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, মেজর ধ্যানচাঁদ ভারতের প্ৰথম সারির খেলোয়াড়দের মধ্যে অন্যতম। যাঁরা ভারতের জন্য সম্মান অর্জন করেছিলেন। সর্বোচ্চ ক্রীড়া সম্মান তাঁর নামে করা একেবারেই উপযুক্ত।

৪১ বছর পর টোকিও অলিম্পিকসে জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে ভারতীয় পুরুষ হকি দল। এরপরেই পুরস্কারের নাম বদলের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Comments are closed.