জাল ওয়েবসাইট বানিয়ে চাকরিপ্রার্থীদের তালিকা প্রকাশ, পুলিশের জালে নকল CID অফিসার

দেবাঞ্জন কাণ্ডের পর হদিশ মিলল এক ভুয়ো সিআইডি অফিসারের। নদিয়ার কৃষ্ণনগরে নিজেকে ভুয়ো সিআইডি অফিসার পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ।

নিজেকে কখনও সমাজসেবী আবার কখনও ভবানীপুরের সিআইডি অফিসার পরিচয় দিয়েছিল রাধারানী বিশ্বাস নামে ওই ভুয়ো অফিসার।

গত ফেব্রুয়ারি মাসে চাকরি দেওয়ার নাম করে নিজের এলাকাতেই গৌরব চ্যাটার্জি নামে এক যুবকের থেকে ৫ লক্ষ টাকা নিয়েছিল রাধারানী বিশ্বাস। জাল ওয়েবসাইট বানিয়ে সেখান থেকে চাকরি প্রার্থীর তালিকা প্রকাশ করে বলেও অভিযোগ।

পরে চাকরির কোনও নিয়োগপত্র হাতে না পাওয়ায় সন্দেহ হয় গৌরবের। বিষয়টি প্রকাশ্যে আসতেই সে আরও কয়েকজনের কাছে টাকা হাতিয়েছিল বলে জানা যায়। কৃষ্ণনগর কোতয়ালি থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।

Comments are closed.