ফের একবার শিরনামে এলন মাস্ক। তিনি আর ট্যুইটারের সিইও থাকছেন না। নিজের জায়গায় নতুন একজনকে খুঁজে পেয়েছেন। বৃহস্পতিবার মাঝ রাতে নিজেই আবার সে কথা ট্যুইট করে জানিয়েছেন। যা নিয়ে ফের একবার চর্চা শুরু হয়েছে।
মাস্ক তাঁর ট্যুইটে লিখেছেন, আমি ট্যুইটারের জন্য নতুন একজন সিইও নিয়োগ করছি। এ কথা ঘোষণা করতে পেরে আমি খুশি। ৬ সপ্তাহের মধ্যেই নতুন সিইও কাজ শুরু করে দেবেন বলে জানিয়েছেন মাস্ক।
Excited to announce that I’ve hired a new CEO for X/Twitter. She will be starting in ~6 weeks!
My role will transition to being exec chair & CTO, overseeing product, software & sysops.
— Elon Musk (@elonmusk) May 11, 2023
তবে নিজের জায়গায় নতুন কাকে নিয়োগ করছেন সে সম্পর্কে মাস্ক কিছু খোলসা করে বললেননি। কে তাঁর জায়গায় আসেন, এখন তা দেখতেই মুখিয়ে টেক দুনিয়া।
ট্যুইটার কেনার পর থেকেই চমক দেওয়া যেন মাস্কের অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। ট্যুইটারের মালিকানা পেয়েই আগের সিইওকে বরখাস্ত করেছেন। যে নিয়ে কোর্ট-কাছারিও করতে হয়েছে টেসলা কর্তাকে। তারপরে ট্যুইটারের একগুচ্ছ পলিসি পাল্টে বারবার শিরনামে উঠে এসেছেন মার্কিন ধনকুবের। আর এসবের মধ্যেই মাস্কের নতুন সংযোজন ট্যুইটারের নতুন সিইও।
Comments are closed.