ইউক্রেনে আটকে রয়েছেন কয়েক হাজার ভারতীয়। আটকে রয়েছেন বাংলার বহু বাসিন্দা। তাঁদের উদ্ধার করতে এগিয়ে এসেছে রাজ্য সরকার। আটকে থাকা ওই সব পরিবার যাতে রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাই নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। জানা গিয়েছে, গত ২৪ ঘন্টায় ৭২টি পরিবার নবান্নে কন্ট্রোল রুমের যোগাযোগ করেছে।
সেইসব পরিবার রাজ্য সরকারের কাছে অনুরোধ করেছে, যেন তাঁদের বাড়ির সদস্যদের ইউক্রেন থেকে নিরাপদে উদ্ধার করে আনা হয়। আবার অনেকে অনুরোধ করেছে, গত ২ দিন ধরে সেখানে আটকে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে যোগযোগ করতে পারেন নি। রাজ্যের মাধ্যমে যেন যোগাযোগ করে সঠিক তথ্য দেওয়া হয়। তবে বাংলার কতজন ইউক্রেনে আটকে আছেন তার কোনও তথ্য রাজ্য সরকারের কাছে নেই। কিন্তু জানা গিয়েছে, যাঁরা আটকে আছেন, তাঁদের একটা বড় অংশ ডাক্তারির পড়ুয়া।
উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনে আটকে আছেন কয়েক হাজার ভারতীয়। তাঁদের উদ্ধার করতে তৎপর হয়েছে ভারত সরকার। চেষ্টা করা হচ্ছে রোমানিয়ার মাধ্যমে তাঁদের দেশে ফিরিয়ে আনার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ জানিয়েছেন, সবরকমের চেষ্টা করা হচ্ছে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনতে।
Comments are closed.