করোনা বিধিনিষেধে আংশিক ছাড় রাজ্যের, শনিবার থেকে ৫০% আসন নিয়ে খোলা যাবে সাঁলো-বিউটি পার্লার 

করোনা বিধিনিষেধে আংশিক ছাড় দিল নবান্ন। এখন থেকে ৫০% আসন সংখ্যা নিয়ে খোলা রাখা যাবে সাঁলো, বিউটি পার্লার। শনিবার একথা জানান রাজ্যের মুখ্যসচিব। এদিন থেকেই নির্দেশ কার্যকর করা যাবে বলে জানানো হয়েছে। 

করোনার সংক্রমণ বাড়তেই রাজ্য জুড়ে কড়া বিধিনিষেধের সিদ্ধান্ত নেয় নবান্ন। সেই মতো জারি হয় নাইট কার্ফু রাত ১০টা থেকে ভোর পাঁচটা। পাশপাশি বেশকিছু ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ জারি করা হয়। যার মধ্যে অন্যতম ছিল, বিউটি পার্লার এবং সাঁলো বন্ধ রাখার নির্দেশ। সেই সঙ্গে জিম, সুইমিং পুলও বন্ধ রাখার কথা জানানো হয়েছিল। 

সাঁলো, বিউটি পার্লারের সঙ্গে রাজ্যের অসংখ্য মানুষের জীবিকা জড়িয়ে রয়েছে। এই পেশার একাংশের মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন, দীর্ঘদিন ধরে পার্লার সাঁলো বন্ধ থাকায় তাঁরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবার সেই অনুযায়ী, কোভিডবিধি মেনে সাঁলো, বিউটি পার্লার খোলার অনুমতি দিল রাজ্য। 

Comments are closed.