টিকার প্রিকশন ডোজের জন্য লাগবে না রেজিস্টেসন, বিজ্ঞপ্তি জারি করে জানাল স্বাস্থ্যমন্ত্রক 

করোনার দুটি ডোজ নেওয়ার পরেও অজস্র মানুষ ফের করোনায় আক্রান্ত। এই পরিস্থিতিতে স্বাস্থ্যন্ত্রকের তরফে জানানো হয়েছে আগামী ১০ জানুয়ারি থেকে কোরোনা টিকার প্রিকশন ডোজ দেওয়া শুরু হচ্ছে। তবে এই তৃতীয় টিকা নেওয়ার জন্য আগে থেকে কোনও রেজিস্টেসন করতে হবে না।

শুক্রবার স্বাস্হ্যমন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, কোভিড টিকার দুটি ডোজ যাঁরা নিয়েছেন, তাঁরা প্রত্যকেই এই বুস্টার ডোজ নিতে পারবেন। তবে বুস্টার ডোজের জন্য সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ৩৯ সপ্তাহ পর নেওয়া যাবে তৃতীয় এই টিকা।  

চলতি বছরের ২৫ ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এই বুস্টার ডোজের কথা জানান। ১০ জানুয়ারি থেকে বুস্টার ডোজ নেওয়ার প্রক্রিয়া শুরু হলেও এখনই সবাই এই টিকা নিতে পারবেন না। জানা গিয়েছে, কোরোনার লক্ষণ রয়েছে এমন ষাটোর্ধ্ব প্রবীণ নাগরিক, স্বাস্থ্যকর্মী, করোনা যোদ্ধারা এই তৃতীয় ডোজ নিতে পারবেন। 

Comments are closed.