‘সাবধানে থাকুন, করোনা নিজের থেকেই ভালো করুন’, করোনা সচেতনতার গান গেয়ে ভাইরাল নদিয়ার ঝালমুড়িওয়ালা

কাঁচা বাদামের পর এবার ঝালমুড়ি৷ করোনা সচেতনতায় এবার গান করলেন এক ঝালমুড়িওয়ালা। তাঁর গাওয়া গান নেট দুনিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। নদিয়ার নবদ্বীপের এই ঝাল মুড়িওয়ালা গানের মাধ্যমে মানুষকে করোনার বিষয়ে সচেতন করছেন। পাশাপাশি গানের মাধ্যমে মানুষকে আকৃষ্ট করে নিজের ঝালমুড়ির বিক্রি বাড়াচ্ছেন তিনি।

ঝালমুড়ি বিক্রেতার নাম গোপীনাথ দেবনাথ। নবদ্বীপ পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের প্রতাপনগর গৌরনগর এলাকার বাসিন্দা। ছেলে, বউ মেয়ে নিয়ে তাঁর দরিদ্রের সংসার৷ আগে ব্যান্ডেল-কাটোয়া রেল লাইনের ট্রেনে হকারি করতেন। কিন্তু করোনার কারণে লকডাউনে তিনি কাজ হারান। রাস্তায় ঝালমুড়ি বিক্রি করার সিদ্ধান্ত নেন।

নদিয়ার নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের বাইরে ঠেলাগাড়ি করে বিক্রি করেন ঝালমুড়ি। আবার বাড়বাড়ন্ত হয়েছে করোনার। রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার। এরমধ্যেই ঝালমুড়িওয়ালা গোপীনাথ গান বেঁধেছে, “করোনা নিজের থেকেই ভালো করুন, হাত ধুয়ে চলুন, সাবধানে চলুন, মাস্কটা পরে চলুন”। এই লাইনে গান গেয়ে মানুষকে সচেতন করছেন তিনি।

তিনি গানের মাধ্যমে জানিয়েছেন, “দিন আনি, দিন খাই, বিপদে কেই আসবে না তাই করোনা নিজের থেকে ভালো করুন”।

সমাজের শিক্ষিত, উচ্চবিত্তরা মেন চলছেন না কোভিড বিধি। মাস্ক ছাড়াই রাস্তা-ঘটে চলাফেরা করছেন অনেকে। সেখানে একজন ঝালমুড়িওয়ালা করোনা সচেতনতা বোধ নেট দুনিয়ায় জনপ্রিয়তা পেয়েছে।

সারাদিন বহু ক্রেতা তাঁর মুড়ি কিনতে আসেন। কেউ মুড়ি কিনে খান আবার কেউ শুধুমাত্র তাঁর গান শুনে প্রশংসা করেন৷ মোবাইলেও অনেকে সেই গান রেকর্ড করে নেন।

Comments are closed.