রাস্তা, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, স্কুলবাড়ি থেকে আইসিডিএস কেন্দ্র— সরকারি পরিকঠামো নিয়ে আমজনতার ক্ষোভের শেষ নেই। প্রশাসনিক নজরদারির অভাব নিয়ে অভিযোগও পুরোনো।
এ বার এই পরিকাঠামোয় নজরদারিতে নিচুতলার কর্মীদের সক্রিয় করতে ওটিপি–ভিত্তিক মোবাইল অ্যাপ চালু করছে রাজ্য। লক্ষ্য, সরকারি পরিকাঠামোর রক্ষণাবেক্ষণ ও মানোন্নয়ন।
এ জন্যে নিচুতলার প্রত্যেক আধিকারিককে তাঁর এক্তিয়ারে থাকা সরকারি পরিকাঠামো সপ্তাহে অন্তত এক বার পরিদর্শনে যেতেই হবে।
নতুন অ্যাপে নজরদারির ব্যবস্থায় সামাজিক প্রকল্পে কোনও ফাঁকিবাজি করা যাবে না। ব্লক স্তরের প্রত্যেক আধিকারিককে তাঁদের এক্রিয়ারে থাকা সরকারি পরিকাঠামো সপ্তাহে একদিন বাধ্যতামূলক ভাবে পরিদর্শন করতেই হবে। ওই পরিদর্শনেরও জিপিএস ম্যাপিং হবে। নিচুতলার অফিসার থেকে জেলাশাসক এবং রাজ্য স্তরে দপ্তরগুলির কর্তারা এই অ্যাপের মাধ্যমেই এক সুতোয় বাঁধা থাকবেন। এই ব্যবস্থায় স্বাস্থ্য, শিক্ষা–সহ বিভিন্ন ক্ষেত্রের পরিষেবা আরও গতি ও স্বচ্ছতা পাবে বলে আশা করা হচ্ছে।
Comments are closed.