মারা গেলেন বগটুইয়ের নাজমা বিবি,মুখ্যমন্ত্রীর নির্দেশে চিকিৎসায় কলকাতা থেকে গিয়েছিল মেডিক্যাল টিম

মারা গেলেন রামপুরহাটকাণ্ডে অগ্নিদগ্ধ নাজমা বিবি। সোমবার সকালে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বগটুইয় গ্রামে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৯।

বগটুই ঘটনায় তদন্তের ভার নিয়েছে সিবিআই। মৃতদের পরিজন মিহিলাল শেখকে সিবিআইয়ের আধিকারিকেরা জিজ্ঞাসাবাদ করবেন। জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে ডাকা হয়। কিন্তু মিহিলাল জানান, তিনি সিবিআইকে জানিয়েছেন নিরাপত্তার কারণে অন্যত্র যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।

উল্লেখ্য, বগটুই গ্রামে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে খুন করা হয়। এই ঘটনায় গত ২১ মার্চ ওই গ্রামে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। গ্রামে কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেই ঘটনায় জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মারা যান ৮ জন। গুরুতর ভাবে আহত হয়েছিলেন ৩ জন। তাঁদেরই একজন নাজমা বিবি। মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁর চিকিৎসার জন্য গঠন করা হয় মেডিকেল বোর্ড। কিন্তু সোমবার সকালে মারা যান তিনি। এখনও ওই হাসপাতালে ২ জনের চিকিৎসা চলছে। মুখ্যমন্ত্রী বগটুই গ্রামে যান, মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা দেন তিনি। বাড়ি ঠিক করার জন্য ২ লক্ষ টাকা করে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর কোটায় পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে বলে জানান তিনি।

Comments are closed.