চিকিৎসাক্ষেত্রে ক্ষতি, টেস্ট টিউব বেবি গবেষণার পথিকৃৎ বৈদ্যনাথ চক্রবর্তীর প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত টেস্ট টিউব বেবি গবেষণার পথিকৃৎ বৈদ্যনাথ চক্রবর্তী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪ বছর। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

কৃত্রিম প্রজনন নিয়ে গবেষণা এবং চিকিৎসার জন্য ১৯৮৬ সালে চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তী আইআরএম তথা ইনস্টিউট অব রিপ্রোডাকটিভ মেডিসিন প্রতিষ্ঠা করেছিলেন। বহু নিঃসন্তান দম্পতিকে সন্তানলাভ করিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এই বিশিষ্ঠ চিকিৎসক। সেরিব্রাল স্ট্রোক ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৭ মার্চ সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

২০১৯ সালে বৈদ্যনাথ চক্রবর্তীকে বিশিষ্ট চিকিত্‍সা সম্মানে ভূষিত করে রাজ্য সরকার। ভারতে কৃত্রিম উপায়ে প্রজজন এবং টেস্ট টিউব বেবি গবেষণা ও চিকিৎসার ক্ষেত্রে নিজের প্রতিভা গোটা বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন এই বিশিষ্ট চিকিৎসক।

Comments are closed.