যাত্রীরা যাতে আরও নিখুঁতভাবে ট্রেন ঢোকা এবং ছাড়ার খবর পায়, তার জন্য শিয়ালদহ স্টেশনে ইন্টিগ্রেটেড প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম (আইপিআইএস) চালু করেছে রেল। এই সিস্টেমের মাধ্যমে একটি কালো বোর্ডের ওপরে সাদা উজ্জ্বল আলোয় ট্রেনের নাম, নম্বর, কোন প্লাটফর্ম থেকে ছাড়বে, কখন ছাড়বে সব লেখা থাকবে। এবং ট্রেন সর্ম্পকে এই বিস্তারিত তথ্য অনেক দূর থেকেই যাত্রীদের চোখে পড়বে। প্লাটফর্ম ছাড়াও যাত্রীদের যাতায়াত পথের পাশে এবং স্টেশনে ঢোকার মুখে এই অত্যাধুনিক বোর্ডটি বসানো থাকবে।
এছাড়াও ট্রেনের সময় ঘোষণা করার ক্ষেত্রেও স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হচ্ছে। অতীতে ম্যানুযালি রেল কর্মীরা ট্রেনের সময় ঘোষণা করতেন। এতে যেমন সময় লাগত, তেমন কখন কখনও সমন্বয় ভুল ত্রুটিও হত। তবে শিয়ালদহ ডিভিশনের সিগন্যালিং এবং টেলি-কমিউনিকেশন বিভাগের উদ্যোগে স্বয়ংক্রিয়ভাবে এবার থেকে ট্রেনের ঘোষণা করা হবে। নতুন এই সিস্টেমে কোন ট্রেন ঢুকছে, কোনটি ছেড়ে যাচ্ছে, তার খুঁটিনাটি যাবতীয় তথ্য ট্রেন নিয়ন্ত্রণ ব্যবস্থার সফটওয়্যার থেকে সরাসরি আইপিআইএস ব্যবস্থায় চলে আসছে। সেই অনুযায়ী ওই তথ্য নির্দিষ্ট বোর্ডে ফুটে উঠছে এবং একই সঙ্গে স্বয়ংক্রিয় ব্যবস্থায় ঘোষণা হচ্ছে। যার ফলে পুরো প্রক্রিয়াটাই আরও সংগঠিতভাবে সম্পূর্ন হবে।
Comments are closed.