ভ্যাকসিনের দুটি ডোজ নিলেই মণ্ডপে ঢুকে অঞ্জলি দিতে পারবেন, অংশ নিতে পারবেন সিঁদুর খেলায়। দুর্গাপুজো নিয়ে নতুন নির্দেশিকা জারি কলকাতা হাইকোর্টের। এছাড়াও বড় প্যান্ডেলে একসঙ্গে ৬০ জন ও ছোট প্যান্ডেলে ১৫ জন থাকতে পারবেন বলে জানিয়েছে হাইকোর্ট।
কয়েকদিন আগেই রাজ্য সরকার পুজো নিয়ে নয়া গাইডলাইন প্রকাশ করে জানিয়েছিল, প্রতিটি মণ্ডপে গত বছরের মতন এইবছরও মাস্ক পড়ে ঢুকতে হবে। মণ্ডপে মণ্ডপে রাখতে হবে স্যানিটাইজার। সোশ্যাল মিডিয়ায় পুজো দেখানোর ব্যবস্থা করতে হবে পুজো কমিটিকেই। বিসর্জনের ক্ষেত্রেও ভিড় করা যাবে না বলে জানিয়েছিল রাজ্য সরকার। মণ্ডপের ভিতরে কোনওরকম জলসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে রাজ্য। এরপর বৃহস্পতিবার হাইকোর্ট এই রায় দেয়। গতবছর কোভিড প্রটোকল মেনে পুজো করার পর নিয়ন্ত্রণে ছিল করোনা। এই দাবি করে এই বছর হাইকোর্টে মামলা দায়ের করেন অজয়কুমার দে নামে এক ব্যক্তি। আগের বছরের নির্দেশ বহাল রাখার জন্য আদালতে আবেদন জানান তিনি।
অন্যদিকে রাস্তা থেকেই চলবে প্রতিমা দর্শন, তাই যানজট তৈরী হওয়ার সম্ভাবনা হয়েছে। তা পুজোর আগে উচ্চ পর্যায়ের বৈঠক করে কলকাতা পুলিশ। আলিপুর বডিগার্ড লাইন্সে এই বৈঠকে যোগ দেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র, অ্যাডিশনাল সিপি, জয়েন্ট সিপি, ডিসি, এসি পদমর্যাদার অফিসার, সব থানার আধিকারিক ও গোয়েন্দা বিভাগের অফিসার ছাড়ও আরও অনেকে।
Comments are closed.