সপ্তাহে ৪ দিন কাজ, ৩ দিন সবেতন ছুটি! তৈরি কেন্দ্রের খসড়া শ্রমবিধি
এতদিন কর্মীদের সাপ্তাহিক কাজের দিন ৫ এর কম করার উপায় ছিল না। নয়া শ্রমবিধির প্রস্তাবে সেই সুযোগ থাকছে। সূত্রের খবর, সপ্তাহে ৪ দিন কাজ করে ৩ দিন করে সবেতন ছুটি পাবেন অফিস কর্মীরা। এই সংক্রান্ত খসড়া প্রস্তাব তৈরি করে ফেলেছে কেন্দ্রীয় শ্রম ও নিয়োগ মন্ত্রক। কয়েকদিনের মধ্যেই খসড়া চূড়ান্ত করে বিধি কার্যকর করা হতে পারে।
সম্প্রতি নতুন শ্রমবিধির ঘোষণা হয়েছে। সেখানে সাপ্তাহিক কাজের দিন ৫ দিনের নিচে নামিয়ে আনার সুযোগ দেবে। সেক্ষেত্রে দৈনিক ১২ ঘণ্টা করে কাজ করতে হবে কর্মীদের। কেন্দ্রীয় শ্রম ও নিয়োগ মন্ত্রক জানিয়েছে, সপ্তাহে ৪৮ ঘণ্টা কাজের সময়সীমা অপরিবর্তিত থাকছে। তাই সপ্তাহে চারদিন কাজ করলে তিনদিন সবেতন ছুটি দিতে হবে সংস্থাকে। কিন্তু দৈনিক ১২ ঘণ্টা কাজ করা সবার পক্ষে সম্ভব কি? শ্রম মন্ত্রক জানাচ্ছে, বাধ্যতামূলক কিছু নেই। সংস্থা ও কর্মীরা মিলে কাজের সময় ঠিক করবেন। তাই দৈনিক ৮ ঘণ্টা করে কাজ করলে সপ্তাহে অফিস করতে হবে ৬ দিন। এতে কাজের সময় বাড়িয়ে কর্মদিবস কমানোর সুযোগ থাকছে।
Comments are closed.