অতিমারি কাটিয়ে বাইশে আসুক জয়ের বার্তা, স্বাগত ২০২২

জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। রবীন্দ্রনাথের লেখাকে স্মরণ করে নতুন বছরকে স্বাগত। অতিমারি কাটিয়ে নতুনভাবে আসুক নতুন বছর। এই কামনাই বিশ্ববাসীর। নতুন স্বপ্ন চোখে নিয়েই বিদায় ২০২১, স্বাগত ২০২২।

বিশেবিশ (২০২০) থেকে অতিমারি কাল। গিয়েও যাচ্ছে না করোনা নামে মারণ ভাইরাস। নতুন রূপ নীচে বারবার হাজির হচ্ছে সে। করোনার ওমিক্রন নামে নয়া রূপকে সঙ্গে নিয়েই বিশ্ববাসী স্বাগত জানিয়েছে নতুন বছরকে।

করোনা যেমন প্রাণ করে নিয়েছে অনেকের, তেমনই বাংলা বিগত বছরে পেয়েছে অনেক কিছু। তৃতীয় বারের নোনয় ক্ষমতায় এসেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ইউনেস্কোর তরফে বাংলার দুর্গাপুজো হেরিটেজ তকমা পেয়েছে। বাংলার পাশাপাশি ২১ বছর পর পেয়েছে ভূবন সুন্দরী হয়েছেন ভারতীয় কন্যা।  করোনাকে হারিয়ে ২০২২ সালও এমন অনেক জয়ের বার্তা নিয়ে আসুক। এই কামনা। The Bengal Story-র পক্ষ থেকে আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা।

Comments are closed.