কনটেনমেন্ট জোনের বদলে কনটেনমেন্ট পয়েন্ট; করোনা রুখতে নয়া রণকৌশল কলকাতা পুরসভার 

কনটেনমেন্ট জোন নয় তার জায়গায় কনটেনমেন্ট পয়েন্ট করার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। শহরবাসীর সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে কোভিডের তৃতীয় ওয়েভ রুখতে নতুন পন্থা অবলম্বন করছে কর্পোরেশন। 

কনটেনমেন্ট জোন করা হলে একটি নির্দিষ্ট লেন বা পাড়ার অন্যান্য বাসিন্দা যাঁদের করোনা হয়নি তাঁরাও নানান সমস্যার সম্মুখীন হন। তাই নতুন বছরে কনটেনমেন্ট পয়েন্ট করার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। শুধুমাত্র যে বাড়িতে, বা আবাসনে করোনা সংক্রমিতের হদিস মিলেছে সেই নির্দিষ্ট বাড়ি অথবা আবাসনকে কনটেনমেন্ট পয়েন্ট চিহ্নিত করা। এতে আশেপাশের বাসিন্দারা সমস্যায় পড়বে না। 

সূত্রের খবর, শহরে এরকম ১৭টি কনটেনমেন্ট পয়েন্ট চিহ্নিত করেছে কলকাতা পুরসভা। তবে সেগুলোর নাম এখনও জানা যায়নি। জানা গিয়েছে, মূলত ফ্ল্যাট বাড়ি আবাসন যেগুলিতে করোনার সংক্রমিতের সংখ্যা ৫ জন বা তার বেশি সেগুলি কনটেনমেন্ট পয়েন্ট হিসেবে ঘোষণা করতে চলছে পুরসভা। 

উল্লেখ্য, ইতিমধ্যেই শহরের ৯০% মানুষ করোনার প্রথম ডোজ নিয়েছে। এদের মধ্যে ৮০% করোনার দ্বিতীয় ডোজ নিয়েছে। নতুন বছরে বাকি ২০% টিকাকরণ সম্পূর্ণ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে পুরসভা। 

Comments are closed.