ফের একবার রেকর্ড গড়ার লক্ষ্যে একধাপ এগিয়ে গেলেন নীরজ চোপড়া। প্রথন থ্রোয়ে প্যারিস অলিম্পিক গেমসের যোগ্যতা অর্জন করে ফেললেন তিনি। সেই সঙ্গে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেলেন এই ভারতীয় অ্যাথলিট।
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন নীরজ- সহ তিনজন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। শুক্রবার প্রথম থ্রোয়ে চলতি মরশুমের মধ্যে নিজের সেরাটা দেন। তাঁর প্রথম থ্রো ৮৮.৭৭ মিটার পর্যন্ত যায়। যা তাঁকে যোগ্যতা অর্জনের মাপকাঠিতে নিয়ে যায়। আগামী রবিবার ফাইনালে নামতে চলেছেন। অলিম্পিক্স-সহ নানা প্রতিযোগিতায় সোনার পদক পেলেও, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান এখনও অধরা রয়েছে তাঁর।
বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন নীরজ। তিনি ছাড়াও আরও ৩৭ জন থ্রোয়ার অংশগ্রহণ করেছেন। যার মধ্যে ১২ জন ফাইনালে উঠবেন। এই ১২ জনের মধ্যে প্রথম ফাইনালে জায়গা করে নিয়েছেন নীরজ চোপড়া। ৮৩ মিটারের বেশি থ্রো করলেই ফাইনালে ওঠার যোগ্যতা মেলে। সেখানে নীরজ থ্রো করেছেন ৮৮.৭ মিটার।
Comments are closed.