দেশজুড়ে NRC নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, রাজ্যসভায় জানাল কেন্দ্র
এখনও পর্যন্ত জাতীয় স্তরের ভারতীয় নাগরিকদের জাতীয় পঞ্জি প্রস্তুত করার বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।
দেশজুড়ে National Register of Citizens (NRC) নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি, বুধবার রাজ্যসভায় এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।
রাজ্যসভায় NRC নিয়ে প্রশ্ন উঠলে, তার জবাবে রাই জানান, সারাদেশে NRC বাস্তবায়নের জন্য কেন্দ্র সরকারের কোন পরিকল্পনা ছিল না। তাই এখনও পর্যন্ত জাতীয় স্তরের ভারতীয় নাগরিকদের জাতীয় পঞ্জি প্রস্তুত করার বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।
সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে স্বরাষ্ট্র মন্ত্রক অসমে NRC লাগু করেছিল। ২০১৯ এর ৩১ আগস্ট NRC র সম্পূর্ণ তালিকা প্রকাশিত হলে সেখানে ৩ কোটি ৩০ লক্ষ ২৭ হাজার ৬৬১ আবেদনকারীর মধ্যে ১৯.০৬ লক্ষ নাগরিককে বাদ দেওয়া হয়ে। এই পদ্ধতির জেরে অসমে গনপ্রতিবাদের আকার নেয়। তারই ঢেউ আছড়ে পড়ে গোটা দেশে।
NRC মানে, দেশের কতজন নাগরিক অসমে বসবাস করে তার তালিকা। যদিও সেই তালিকা প্রকাশের পর অসমে বিজেপি-বিরোধী হাওয়া তৈরি হয়েছে। মাস ঘুরলেই অসমে বিধানসভা নির্বাচন। তাই NRC বা CAA-র আঁচ যাতে না পড়ে। তাই এত বড় সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রকের, এমনটাই বিরোধী শিবিরের দাবি।
Comments are closed.