সরকারের কাছে চাষিদের ধান বিক্রির ক্ষেত্রে দালাল–চক্রের দৌরাত্ম্য আটকাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলাগুলিকে সতর্ক করলেন মুখ্যসচিব মনোজ পন্থ। এ ব্যাপারে তিনি পুলিশ সুপারদের বিশেষ ভাবে সতর্ক করেছেন। শুক্রবার জেলাশাসক ও জেলা খাদ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব। তিনি জানিয়ে দেন, প্রয়োজন মতো জেলায় জেলায় ধান ক্রয়কেন্দ্রের সংখ্যা বাড়াতে হবে এবং সেগুলিকে সিসিটিভির আওতায় আনতে হবে।
ধান ক্রয় কেন্দ্রগুলির ভারপ্রাপ্ত ‘পারচেজ অফিসার’দের দায়বদ্ধ করতে হবে। তাঁদের দায়িত্ব দেওয়ার আগে উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যাতে কোনও ভাবেই চাষিদের থেকে ধান কেনার সময়ে সরকারি কেন্দ্রে দালাল–চক্রের প্রভাব না পড়ে, সরকার ন্যায্যমূল্যে উপযুক্ত মানের ধান কিনতে সক্ষম হয়— তা নিশ্চিত করতে হবে। এ জন্যে প্রতিটি ধান ক্রয়কেন্দ্রে জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়মিত পরিদর্শনেরও নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।
ধান কেনার আগে জেলায় জেলায় জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার জন্যেও প্রশাসনিক কর্তাদের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। চাষিদের অভিযোগ থাকলে তার সমাধানের রাস্তা খুঁজতেও বলা হয়েছে। ধান কেনার সময়ে গুণগত মান নিয়েও সতর্ক করেছেন পন্থ। খাদ্য দপ্তরের আধিকারিকদের প্রতি তাঁর নির্দেশ, এমনিতেই ধানের সঙ্গে ধুলো ও কুঁডো় থাকায় সরকারি নিয়ম মেনে প্রতি কুইন্টালে তিন কিলো ধান অতিরিক্ত নেওয়া হয়।
Comments are closed.