কফি হাউসে ধুন্ধুমার! মুখোমুখি No Vote To BJP ও মোদী সমর্থকেরা
পক্ষে-বিপক্ষে স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে ঐতিহাসিক কফি হাউস
সোমবার সন্ধ্যার কলেজ স্ট্রিট কফি হাউস। নরেন্দ্র মোদীর ছবি দেওয়া গেরুয়া রংয়ের গেঞ্জি গায়ে জয় শ্রী রাম স্লোগান দিতে দিতে কফি হাউসে হাজির একদল মোদী সমর্থক। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বিজেপি সমর্থকরা কফি হাউসে এসেই ‘No Vote To BJP’ লেখা পোস্টার ছিঁড়তে শুরু করেন। প্রতিরোধ আসে সেখানে উপস্থিত বাম সমর্থক ছাত্র ছাত্রী ও বিজেপি-আরএসএস বিরোধী মঞ্চের সদস্যদের কাছ থেকে। তাঁরাও পাল্টা স্লোগান দিতে শুরু করেন। দু’পক্ষের মধ্যেই চরম বাদানুবাদ শুরু হয়। পক্ষে-বিপক্ষে স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে ঐতিহাসিক কফি হাউস।
বিজেপি-আরএসএস বিরোধী মঞ্চের সদস্যদের অভিযোগ, ওঁরা নিজেদের পোস্টার লাগাতে পারে, কিন্তু আমাদের পোস্টার কেন ছিঁড়বে?
বিজেপি সমর্থকদের দাবি, তাঁরা কফি হাউসে এসেছিলেন নিজেদের পোস্টার লাগাতে। বাম সমর্থকরাই তাঁদের বাধা দেন। বিজেপি সমর্থকদের কয়েকজনকে দেখা যায়, ‘No Vote To BJP’ লেখা পোস্টারের ‘নো’ কথাটির উপর কালি লেপে দিতে।
[আরও পড়ুন- CNX-ABP Ananda Opinion Poll: সংখ্যাগরিষ্ঠতা পাবে TMC, আসন কমার ইঙ্গিত BJP র]
দু’পক্ষের স্লোগান পাল্টা স্লোগানে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় কফি হাউস চত্বরে।
কফিহাউসে নিয়মিত যাওয়া আসা রয়েছে এমন কয়েকজন জানান, বহু রাজনৈতিক টানাপোড়েনের সাক্ষী এই জায়গা, তবে এভাবে আকস্মিক জনা কয়েক বিজেপি সমর্থকের কফি হাউসে ঢুকে পড়া, এবং মারমুখী মেজাজে জয় শ্রীরাম স্লোগান এই প্রথম।
বিজেপি-আরএসএস বিরোধী মঞ্চের এক সদস্য জানান, মঙ্গলবার বিকেলে একটি প্রতিবাদ সভা করবেন কলেজ স্ট্রিট চত্বরে, পাশাপাশি গোটা কলেজ স্ট্রিট তাঁরা মুড়ে ফেলবেন ‘No Vote To BJP’ পোস্টারে।
Comments are closed.