টানা বৃষ্টি, ধস, নদী ভাঙন, সব মিলিয়ে বর্ষার শুরু থেকেই বিপর্যস্ত উত্তরবঙ্গ। এই পরিস্থিতিতে আগামীকাল বুধবার থেকে ফের উত্তরবঙ্গজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দফতর। লাল সতর্কতা জারি হয়েছে আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা।
টানা বৃষ্টি হতে পারে পরপর তিন দিন। যার জেরে নতুন করে তিস্তা, তোর্সা, জলঢাকা, সঙ্কোশ সহ উত্তরের কিছু নদীর জলস্তর বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কাও থাকছে। ধসপ্রবণ এলাকায় না যাওয়ারও পরামর্শ দিয়েছে প্রশাসন।
গত কয়েকদিন ধরে উত্তরের পাহাড় ঘেঁষা জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গত কয়েকদিনে জলপাইগুড়ি জেলায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। কোনও কোনও দিন ১৫০ মিলিমিটার বেশি বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে। যার জন্য পাহাড়ের জলে পুষ্ট নদীগুলির জলস্তর বেড়েছে। আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাসে উদ্বেগ বাড়ল প্রশাসনের।
আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা ক্রমে ধেয়ে আসছে রাজ্যের উত্তরদিকে। সঙ্গে উত্তরবঙ্গের বায়ুমণ্ডলে উপস্থিতি বাড়ছে প্রচুর জলীয় বাষ্পের। যার জেরেই এই ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়ায় দফতর জানাচ্ছে, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
Comments are closed.