অবশেষে পুলিশের হাতে এনকাউন্টার হল ওমি? মিঠাই-সিড নিল চরম প্রতিশোধ, টানটান উত্তেজনা মিঠাইতে! জন ভট্টাচার্য এবার নিশ্চিন্তে যাবেন সান বাংলায়

বর্তমানকালে জি বাংলার সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল হল মিঠাই। মিঠাই সিরিয়ালটি ২০২১ সালের ৪ জানুয়ারি শুরু হয়। সুখ দুঃখের মুহূর্তের সাথে একান্নবর্তী পরিবারের গল্প নিয়ে তৈরি হয় এই সিরিয়ালটি। একান্নবর্তী পরিবারের গল্প নিয়ে শুরু হওয়ার জন্যই হয়তো এই সিরিয়ালটি মানুষের মনে এত সুন্দর দাগ কেটে গেছে।‌ কারণ এই রকম সুন্দর পরিবার হয়তো এখন আর দেখা যায় না। তাই মিঠাই এর গল্প দেখে প্রতিটি মানুষ নিজের পরিবারকে অনুভব করতে পারে। এই সিরিয়ালে মূল চরিত্র মিঠাইয়ে পাঠ করছেন সৌমিতৃষ্ণা কুন্ডু। প্রথম থেকেই এই সিরিয়ালটি দর্শকদের কাছে জনপ্রিয়তা লাভ করে। বহুবার টিআরপি তালিকায় প্রথম স্থান অধিকার করেছে।

বর্তমান সময়ে মিঠাইয়ে এখন চলছে টানটান উত্তেজনা। মোদক পরিবারকে ধুলিস্যাৎ করার জন্য ওমি আগরওয়াল মনোহারাতে টাইম বোম বেঁধে দিয়েছে। সেই টাইম বোমকে নিষ্ক্রিয় করার জন্য রুদ্রের নির্দেশে স্পেশাল পুলিশ অফিসার সুদীপ্ত রায় মনোহরায় প্রবেশ করবেন বোমটি নিষ্ক্রিয় করার জন্য। কিন্তু পুলিশ বাহিনী মনোহারায় প্রবেশ করার কোনো পথ খুঁজে পাচ্ছেন না।

তবে মনে হচ্ছে পুলিশ বাহিনী মাইকে করে নির্দেশ দেবেন যে কিভাবে বোমাকে নিষ্ক্রিয় করানো যায়। ওই নির্দেশ মেনে সিদ্ধার্থ আর মিঠাই গোপালের সাহায্য নিয়ে সঠিক তারটা কেটে দিয়ে মনোহরাকে বিপদ থেকে বাঁচাবে। তারপর রাতুল ওমির আইপি এড্রেস খুঁজে পুলিশকে দিয়ে দেবে। পুলিশ এই সূত্র ধরে ওমির ডেরাতে পৌঁছে গিয়ে তাকে গ্রেফতার করতে যাবে। ওমি তখন পালাতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হবে। ওমির মৃতদেহ দেখে জোরে চিৎকার করে মিঠাই উচ্ছেবাবুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগবে।

Comments are closed.