পামেলার ষড়যন্ত্র তত্ত্বে সিলমোহর পুলিশের? আরও বিপাকে রাকেশ  

রবিবার রাতে মাদক মামলায় সূরয বলে একজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ

কোকেন কাণ্ডে ধৃত বিজেপি নেত্রী পামেলা গোস্বামীর অভিযোগে কার্যত সিলমোহর পুলিশের। গ্রেফতারের পর থেকে পামেলা গোস্বামী বারবার অভিযোগ করেছেন বিজেপি নেতা রাকেশ সিংহই তাঁকে ফাঁসিয়েছেন। 

এদিন আদালতে সরকারি আইনজীবী জানান, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে গাড়ির যে জায়গা থেকে মাদক উদ্ধার হয়েছে, সেখানে মাদক রাখেন এই ঘটনায় ধৃত রাকেশ ঘনিষ্ঠ অমৃত সিংহ। ঘটনার পর থেকেই অভিযুক্ত অমৃত ফেরার। 

[আরও পড়ুন- অমৃতের সন্ধানে থমকে মাদক কাণ্ডের তদন্ত! গ্রেফতার আরও এক]

রবিবার রাতে মাদক মামলায় সূরয বলে একজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, পুলিশ যখন পামেলার গাড়ি আটক করে, তখন গাড়ি থেকে নেমে পালিয়ে যান অমৃত। পালানোর সময় সূরযের স্কুটারে চেপে অমৃত পালান বলেও তদন্তকারীরা জানতে পেরেছেন।  

এদিকে সরকারি আইনজীবীর আদালতে করা দাবি অনুযায়ী, মাদক মামলায় আটক বিজেপি নেতা রাকেশ সিংহের সমস্যা বাড়ল বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।

Comments are closed.