ভোট গণনায় অশান্তি বরদাস্ত নয়, জেলাশাসক-এসপিদের কড়া নির্দেশ কমিশনের 

পঞ্চায়েত ভোটের দিন অশান্তির ঘটনায় এখনও সরগরম রাজ্য রাজনীতি। ভোটের দিন প্রাণহানিরও ঘটনা ঘটেছে। যা নিয়ে বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়েছে রাজ্য নির্বাচন কমিশন। এই অবস্থায় ভোট গণনার দিন যাতে কোনও রকম অশান্তির ঘটনা না ঘটে তা নিয়ে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ পাঠাল রাজ্য নির্বাচন কমিশন। 

কমিশন সূত্রে খবর, প্রতিটি গণনা কেন্দ্রের বাইরে এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কমিশন। বাহিনী মোতায়েন সঠিকভাবে হয়েছে কিনা তা দেখবে জেলা প্রশাসন। এছাড়াও ভিন রাজ্যের পুলিশ এবং রাজ্যের সশস্ত্র পুলিশ মোতায়েন করা থাকবে গণনা কেন্দ্র এবং তার পার্শ্ববর্তী জায়গায়। কোনও রকম অশান্তিত ঘটনা ঘটলে জেলাশাসক ,এসপিদের দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশপাশি প্রতিমুহূর্তের অবস্থা কমিশনকে জানানোর নির্দেশ হয়েছে। 

পঞ্চায়েত ভোটের দিনই ১৮ জন প্রাণ হারিয়েছেন। যার মধ্যে বেশিরভাগ শাসকদের বলে দাবি তৃণমূলের। ব্যালট লুঠ, ছাপ্পা ভোট সহ একগুচ্ছ অভিযোগ উঠে এসেছে। এই অবস্থায় গণনার দিনও যাতে একই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তা নিয়ে জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কমিশন। 

Comments are closed.