পিছিয়ে গেল পঞ্চায়েত ভোট

বৃহস্পতিবারই thebengalstory.com খবর করেছিল, রাজ্যে পঞ্চায়েত ভোট পিছিয়ে যাচ্ছে। শুক্রবার কলকাতা হাইকোর্টের রায়ে শেষ পর্যন্ত পিছিয়েই গেল ঘোষিত ১, ৩ এবং ৫ মে পঞ্চায়েত ভোট। নির্দিষ্ট দিন পেরিয়ে যাওয়ার পরও রাজ্য নির্বাচন কমিশন মনোনয়ন জমা দেওয়ার জন্য একদিন অতিরিক্ত সময় দিয়েছিল। কমিশনের সেই নির্দেশকে এদিন খারিজ করে দেয় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। পাশাপাশি, আদালত কমিশনকে নির্দেশ দিয়েছে, মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য আরও একদিন সময় বাড়াতে হবে। এই রায়ের ফলে স্বাভাবিকভাবেই ধাক্কা খেল রাজ্য নির্বাচন কমিশন। বিরোধীরা কলকাতা হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছে। যদিও হাইকোর্ট এভাবে পঞ্চায়েত ভোট নিয়ে রায় দিতে পারে না বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের আইনজীবী কল্যান বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যাওয়ার জন্য আবেদন করার চিন্তা-ভাবনা করছে রাজ্য নির্বাচন কমিশন।
এদিন হাইকোর্টের রায়ের ফলে কোনওভাবেই ১, ৩ এবং ৫ মে ভোট হওয়া সম্ভব নয়। কারণ, পঞ্চায়েত আইন অনুযায়ী, মনোনয়ন প্রক্রিয়া শেষ হওয়ার পর ভোট করতে অন্তত ২১ দিন সময় লাগে। শুক্রবার এই রায়ের পর মে মাসের প্রথম সপ্তাহে আর ভোট করা সম্ভব নয়। সূত্রের খবর, এদিন সিঙ্গল বেঞ্চের রায়ের পর মামলা ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টেও গড়াতে পারে। ফলে অনিশ্চিত হয়ে পড়ল পঞ্চায়েত ভোটের ভবিষ্যৎ।

Leave A Reply

Your email address will not be published.