চাকরি গেলেও ট্যুইটার থেকে কয়েকশো কোটি টাকা পাচ্ছেন সদ্য প্রাক্তন সিও পরাগ আগরওয়াল। ট্যুইটারের সিও হিসেবে দায়িত্ব নেওয়ার সময় সংস্থার সঙ্গে একটি চুক্তি করেছিলেন তিনি। ১ বছর আগে যদি তাঁকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে ট্যুইটারকে একটি মোটা অঙ্কের টাকা তাঁকে দিতে হবে। সেই চুক্তি মোতাবেক ১ বছর পূর্ণ হওয়ার আগেই ট্যুইটার থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। যার জন্য একটি মোটা অঙ্কের টাকা পাচ্ছেন পরাগ।
রিসার্চ ফার্ম Equilar- এর প্রতিবেদন অনুযায়ী মেয়াদ শেষের আগে পরাগকে সরানোর জন্য তাঁকে ৪২ মিলিয়ন ডলার দেবে ট্যুইটারের বর্তমান মালিক। ভারতীয় মুদ্রার যার হিসাবে প্রায় ৩১৫ কোটি টাকা। চাকরি গেলেও এলন মাস্ককে এই মোটা অঙ্কের টাকা দিতে হবে ট্যুইটারের প্রাক্তন সিওকে।
প্রসঙ্গত, ২০২১ সালের নভেম্বর মাসে ডরসির জায়গায় ট্যুইটারের নতুন সিও হন পরাগ আগরওয়াল। এদিকে ডিসেম্বর মাস থেকেই মাস্ক ট্যুইটার কিনতে পারেন বলে একটি খবর ছড়ায়। অবশেষে দীর্ঘ টালবাহানার পর কোর্ট-কাছারি পেরিয়ে ট্যুইটার কিনেছেন এলন মাস্ক। কিন্তু সিও হিসাবে ১ বছর পূর্ণ হওয়ার আগেই মালিকানা পেয়ে পরাগকে ছাঁটাই করেছেন মাস্ক। যে কারণেই পরাগের এই ‘লক্ষ্মী-লাভ’।
Comments are closed.