দীর্ঘদিন ধরেই অসুস্থ ভারতীয় ফুটবলের দ্রোণাচার্য কোচ পি কে ব্যানার্জি। স্নায়ুর রোগে ভুগছেন তিনি। হাঁটাচলা বন্ধ প্রায় বহুদিন। কোথাও যেতে হলে ভরসা হুইল চেয়ার। কথাও জড়িয়ে যায়। এরই মধ্যে মঙ্গলবার আরও একবার অসুস্থ হয়ে পড়লেন তিনি। জানা গেছে, এদিন তাঁর সোডিয়ামের মাত্রা কমে যায় হঠাৎ। সঙ্গে সঙ্গেই ইস্টার্ন মেট্রপলিটন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পি কে ব্যানার্জির অসুস্থতার খবরে উদ্বেগ কলকাতা ফুটবল মহলে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর অবস্থা স্থিতিশীল। ৮৩ বছরের এই প্রাক্তন ফুটবলার এবং সফল কোচের সুস্থতা কামনা করছেন ভারতীয় ফুটবলপ্রেমীরা।
বাঙালি ফুটবলার হয়েও কোনওদিন খেলেননি কলকাতার তিন প্রধানে। খেলে গেছেন ইস্টার্ন রেলের মতো দলে। ছোট ক্লাবে খেলেও ইস্টার্ন রেলকে কলকাতা লিগ চ্যাম্পিয়ন করেছিলেন। সেখান থেকেই সুযোগ পেয়েছেন ভারতীয় দলে। দীর্ঘদিন সাফল্যের সঙ্গে খেলেছেন ভারতীয় দলে। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৬৬ সালের এশিয়ান গেমসে ভারতের জার্সি পরে খেলেছিলেন তিনি। পেয়েছেন পদ্মশ্রী সম্মানও। ১৯৬২ সালের জাকার্তা এশিয়ান গেমসে সোনা জিতেছিল ভারত। ইস্টবেঙ্গল, মোহনবাগানে সাফল্যের সঙ্গে কোচিং করিয়েছেন। কৃতি এই ফুটবলার এবং কোচ দ্রুত সুস্থ হয়ে উঠুন, এটাই প্রার্থনা ময়দানের।
Comments are closed.