দেশের সংসদে মহাকুম্ভের প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে। মঙ্গলবার সংসদে প্রধানমন্ত্রী জানালেন, গোটা বিশ্ব মহাকুম্ভের মাধ্যমে ভারতের বিরাট স্বরূপ দর্শন করেছে। মহাকুম্ভ থেকে একতার অমৃত পেয়েছি আমরা।
পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, বৈচিত্রের মধ্যে ঐক্য, ভারতের এই চেতনার উজ্জ্বল প্রতিফলন দেখা গিয়েছে মহাকুম্ভে।
মঙ্গলবার সংসদে বক্তৃতার সময় মহাকুম্ভের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে এই প্রবিত্র উৎসবের সাফল্য ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। যাঁদের জন্য মহাকুম্ভের মতো বিরাট আয়োজন সফল হয়েছে সেই সকল কর্মী, পুণ্যার্থী ও উত্তরপ্রদেশের জনতাকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভগীরথ যেমন বহু চেষ্টার পর মা গঙ্গাকে মর্তে এনেছিলেন, মহাকুম্ভকে সাফল্যমণ্ডিত করতে সেই একই চেষ্টা আমরা দেখেছি প্রয়াগরাজে।
পাশাপাশি প্রধানমন্ত্রী আরও বলেন, মহাকুম্ভ হয়ে উঠেছিল একতার এক অনন্য নজির। গোটা বিশ্বে যখন আমরা ভাঙন দেখছি বৈচিত্রের মাঝে ঐক্যের উজ্জ্বল ছবি তুলে ধরেছে মহাকুম্ভ।
Comments are closed.