মুকুল রায়কে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুকুলের স্ত্রী অসুস্থ হয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি। প্রধানমন্ত্রী মুকুলের কাছে তাঁর স্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন। বলেন, চিকিৎসা সংক্রান্ত সমস্ত ব্যাপারে কেন্দ্র সাহায্য করবে।
গুরুতর অসুস্থ বিজেপি বিধায়ক মুকুল রায়ের স্ত্রী। ভর্তি অ্যাপোলো হাসপাতালে। বুধবার আচমকাই মুকুল পত্নীকে দেখতে বাইপাসের ধারে হাসপাতালে পৌঁছে যান তৃণমূলের ডি ফ্যাক্টো নম্বর টু অভিষেক ব্যানার্জি। মুকুল রায় সেই সময় ছিলেন না অ্যাপোলোয়। অভিষেকের সঙ্গে কথা বলেন ছেলে শুভ্রাংশু রায়। ডাক্তারদের সঙ্গে কথা বলে বেরিয়ে যান অভিষেক ব্যানার্জি। এর আড়াই ঘণ্টা পর অ্যাপোলো হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তখন হাসপাতাল থেকে বেরিয়ে গেছেন শুভ্রাংশু রায়ও। দিলীপ ডাক্তারদের সঙ্গে কথা বলেন। তারপর বৃহস্পতিবার সকালে মুকুল রায়ের কাছে ফোন যায় প্রধানমন্ত্রীর অফিস থেকে। জানানো হয় প্রধানমন্ত্রী কথা বলতে চান।
সূত্রের খবর, নরেন্দ্র মোদী বিস্তারিত ভাবে মুকুল পত্নীর অসুস্থতার ব্যাপারে শুনেছেন। মুকুল রায়কে জানিয়েছেন তিনি যদি মনে করেন তাহলে দিল্লি এনে চিকিৎসা করাতে পারেন। সরকার সব সাহায্য করবে। মুকুল রায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বলে সূত্রের খবর।
Comments are closed.