পুজোয় অতিরিক্ত শব্দ রুখতে কলকাতা পুলিশ, হাওড়া, বিধাননগর, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ও পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করল রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। বৈঠক থেকে পুজো উদ্যোক্তা ও কলকাতা পুলিশকে পরিবেশবিধি মেনে চলার কথা জানানো হয়। জানা গিয়েছে, এই বছর শব্দ দূষণ রুখতে খোলা হবে কন্ট্রোল রুম। সেখানে জানানো যাবে অভিযোগ। পরিবেশবিধি মেনে পুজো করার জন্য পর্ষদ সেরা পুরস্কারের আয়োজন করেছে বলে জানা গিয়েছে।
পর্ষদের তরফে বলা হয়, শুধুমাত্র সবুজ বাজি পোড়াতে হবে। নির্ধারিত মাত্রার মধ্যে শব্দযন্ত্র চালাতে হবে। শব্দ দূষণ নিয়ন্ত্রণে কী করণীয় বলা হয় পর্ষদের তরফে। শব্দ দূষণ নিয়ন্ত্রণ করার জন্য রাস্তায় থাকবে পর্ষদের দল।
যদিও পর্ষদের এই বৈঠককে গুরুত্ব দেয়নি পরিবেশবিদরা। তাঁদের কথায়, এসব প্রতি বছর বলা হয়। কিন্তু কাজে কিছু হয়না। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ঠিকভাবে কাজ করে না বলেই প্রতি বছর এত এত মামলা জমা পড়ে কোর্টে। যদিও পর্ষদের তরফে বলা হয়েছে, পর্ষদের পক্ষ থেকে যতটুকু করার ততটুকুই করা হয়। সমাজের মানুষের একটু সজাগ হওয়া দরকার বলে জানিয়েছে পর্ষদ।
উল্লেখ্য, আগেই পরিবেশমন্ত্রী মানস ভুঁইয়া জানিয়েছিলেন, এই বার পুজোয় অতিরিক্ত শব্দ কমানোর জন্য পুলিশ, পুজো কমিটি সবাই একযোগে কাজ করবে। আর এরপরে বৈঠকে বসল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।
Comments are closed.