১০০ বছরের সেরা চলচ্চিত্রে জায়গা ‘পথের পাঁচালী’র; তালিকা প্রকাশ করল টাইমস ম্যাগাজিন 

অনন্য সম্মান পেল ‘ পথের পাঁচালী’। টাইম ম্যাগাজিন প্রকাশিত ১০০ বছরের সেরা চলচ্চিত্রগুলোর মধ্যে জায়গা করে নিল সত্যজিৎ রায়ের এই অমর সৃষ্টি। আরও উল্লেখযোগ্য বিষয়, ভারত থেকে একমাত্র ‘পথের পাঁচালী’ এই তালিকায় জায়গা করে নিতে পেরেছে।

টাইমস ম্যাগাজিন ১৯৩০ থেকে ২০১০ সালের মধ্যেকার ছবিগুলো থেকে বাছাই করে একটি তালিকা প্রস্তুত করেছে। যেখানে দেশের মধ্যে একমাত্র মনোনীত হয়েছে পথের পাঁচালী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত কালজয়ী উপন্যাস পথের পাঁচালি’র কাহিনী অবলম্বনে ছবি তৈরি করেন সত্যজিৎ রায়। ১৯৫৫ সালে মুক্তি পায় পথের পাঁচালী। এটিই ছিল অস্কারজয়ী পরিচালকের প্রথম ছবি। এবং প্রথম ছবিই খ্যাতির শীর্ষে পৌঁছে দেয় সত্যজিৎ রায়কে। দেশ তো বটেই বিদেশের মাটিতেও প্রথমবারের জন্য সমাদর পায় ভারতীয় সিনেমা।

টাইমস ম্যাগাজিনের এই তালিকায় আরও যে সমস্ত কালজয়ী ছবি রয়েছে তাদের মধ্যে কয়েকটি হল, ১৯২০-র ‘দ্য ক্যাবিনেট অফ ডক্টর ক্যালিগারি’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’, ‘বাইসাইকেল থিফ’, ‘ব্রেথলেস’, ‘গন উইথ দ্য উইন্ড’, ‘সেভেন সামুরাই’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘দ্য গডফাদার পার্ট ২’- এর মতো ক্লাসিক চলচ্চিত্রগুলি

Comments are closed.