কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত দাঁতন, ফসল নষ্টের গান বেঁধে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় গরীব কৃষক

প্রবল তাপপ্রবাহ। কোথাও কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড জমির ফসল আবার কোথাও একটু বৃষ্টির জন্য হাঁসফাঁস করছে মানুষ। এরমধ্যে গান বেঁধে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন এক কৃষক। পশ্চিম মেদিনীপুরের ওই হতদরিদ্র কৃষক দ্বারকা প্রসাদ গিরি এখন পরিচিত সোশ্যাল মিডিয়ায়৷

‘যে ক্ষতি আমার হল, তার হিসাব কে দেবে’ এই গান এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। কাঁচাবাদামের পর ফের এই গান এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দাঁতনের মনোহরপুর এলাকায় কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়েছে জমির ফসল। দ্বারকা প্রসাদ গিরির গান শুনেই বোঝা যাচ্ছে কালবৈশাখী ঝড়ে ক্ষতি হয়েছে তাঁর জমির ফসলের। কুমার শানুর ও চাঁদ গানের আদলে সুর বেঁধেছেন ওই কৃষক।

তাঁর গান ইতিমধ্যেই শুনে ফেলেছেন দেশ-বিদেশের হাজার হাজার মানুষ৷ কয়েক মাস আগে বীরভূমের ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গান ভাইরাল হয়েছে সোস্যাল মিডিয়ায়। এরপর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় কাঁচা পেয়ারার গান। কাঁচা বাদাম, কাঁচাপেয়ারার পর ভাইরাল হয় পাকা আঙুর গান। এবার ভাইরাল কৃষকের কালবৈশাখীতে লন্ডভন্ড হওয়া জিমির ফসল নিয়ে গান৷

Comments are closed.