সন্তান সুখ থেকে বঞ্চিত? সাবধান! এই সমস্যা গুলি নেই তো আপনার? এখনই জেনে নিন!

সুখী দাম্পত্য জীবনের সেতু নির্মাণ করে সন্তান। সন্তান ছাড়া একটি সুখী দাম্পত্য জীবন চলেনা। সম্পর্কে চিড় ধরে মুহূর্তে। কিন্তু অনেক দম্পতি এই সুখ থেকে বঞ্চিত হন। আর এর জন্য সবসময় মেয়েদের দোষী করা হয়। কিন্তু এটা ঠিক নয়। সমস্যা দুজনেরই থাকতে পারে এ ক্ষেত্রে। বন্ধ্যাত্ব জনিত সমস্যায় মেয়েদের পাশাপাশি ছেলেরাও অনেক এগিয়ে।

সাধারণ ভাবে শুক্রাণু উৎপাদন করতে না পারলে একজন পুরুষ সন্তান জন্ম দিতে ব্যর্থ হয়। জিনগত সমস্যা এবং ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার ফলে এই সমস্যা হয়। জরায়ুর সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, কিডনির রোগ, ক্যান্সার ইত্যাদি কারণে মেয়েদের এই সমস্যা হয়।

সুতরাং সন্তান না হলে শুধুমাত্র মেয়েদের চিকিৎসা না করিয়ে প্রয়োজন ছেলেদের ও চিকিৎসা করানো। দেখা প্রয়োজন স্বামী এবং স্ত্রী উভয়ের মধ্যেই কোন গন্ডগোল আছে কিনা বা কোন শারীরিক সমস্যা আছে কিনা। শুধু শুধু সন্তান না হওয়ার জন্য একটি মেয়েকে বন্ধ্যা ঘোষণা করার কোনো যুক্তি নেই। সমস্যা থাকতে পারে উভয়েরই বা যেকোনো একজনের।তা সেটা ছেলে হোন বা মেয়ে হন না কেন।

Comments are closed.