বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রে নিযুক্ত হলেন মহিলা সেনাকর্তা শিবা চৌহান

ইতিহাসের খাতায় ফের নাম তুলে ফেলল ভারতীয় সেনা। সিয়াচেনে হিমবাহের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রে নিযুক্ত হলেন মহিলা সেনাকর্তা শিবা চৌহান। ফায়ার অ্যান্ড ফিউরি স্যাপার্সের ক্যাপ্টেন শিবা চৌহান। ভারতীয় সেনার ফায়ার অ্যান্ড  ফিউরি স্যাপার্সের টুইটার হ্যান্ডেলে একথা জানানো হয়েছে।

টুইটারে লেখা হয়েছে, শিবা চৌহান বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহে কুমার পোস্টে কর্মরত প্রথম মহিলা ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হয়েছেন। টুইটে দুটি ছবি পোস্ট করা হয়েছে। একটি ছবিতে শিবাকে একা দেখা যাচ্ছে। শিবার পিছনে লেখা রয়েছে ওয়েলকাম টু কুমার পোস্ট। নীচে হাইট লেখা রয়েছে ১৫৬৩২ ফুট। আরেকটি ছবিতে শিবাকে ১০ জন সেনা জওয়ানের সঙ্গে দেখা যাচ্ছে। পিছনে ভারতের পতাকা।

কয়েকদিন আগে প্রথম মুসলিম মহিলা হিসেবে ফাইটার পাইলট হয়েছেন উত্তরপ্রদেশের বাসিন্দা সানিয়া মির্জা। ২৭ ডিসেম্বরে কাজে যোগ দিয়েছেন তিনি।

Comments are closed.