কলকাতার মতো রাজ্যের সমস্ত পুরসভায় ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট করে ঠিক হবে সম্পত্তি কর, সিদ্ধান্ত নবান্নর

সম্পতি করের ক্ষেত্রে কলকাতা পুরসভায় যে ব্যবস্থা চালু রয়েছে, এবার তা রাজ্যের সব পুরসভায় শুরু হতে চলেছে। সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে তাঁরা নিজেরাই সম্পত্তি কর নির্ধারণ করতে পারবেন। কলকাতা পুর এলাকায় বেশ কয়েকবছর আগে চালু হওয়া ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট পদ্ধতি রাজ্যের বাদবাকি পুরসভায়ও চালু হতে চলেছে
সোমবার বিধানসভায় ‘দি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সংশোধনী বিল’ এবং ‘দি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন সংশোধনী বিল’ পাশ হয়। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘বাম আমলে বাড়ি বাড়ি গিয়ে কর নির্ধারণের কাজ চালাতেন আধিকারিকরা। এবার গোটা রাজ্যে পুরসভা এলাকায় সম্পত্তি করের ক্ষেত্রে এই সংশোধনী আনা হচ্ছে, যা রাজ্যের সব পুরসভা এলাকায় ইউনিট এরিয়া অ্যাসসমেন্ট চালু করার প্রথম ধাপ।

রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা জানাচ্ছেন, পশ্চিমবঙ্গ ভ্যালুয়েশন বোর্ড বা সংশ্লিষ্ট পুরসভা প্রতিটি স্কিম সংক্রান্ত চূড়ান্ত তালিকা প্রকাশ করার পর স্ব-মূল্যায়নের সুযোগ পাবেন করদাতারা। নাগরিকদের জমা দেওয়া তথ্যের ভিত্তিতে এক বছরের মধ্যে সম্পত্তি করের পরিমাণ চূড়ান্ত করবে পুরসভাগুলি। এক্ষেত্রে করদাতারা কোনও কারচুপি করে ধরা পড়লে মোটা টাকা জরিমানাও গুনতে হবে। এমনকী নির্ধারিত সম্পত্তি করের ৩০ শতাংশ পর্যন্ত জরিমানা হতে পারে বলে জানাচ্ছেন তাঁরা।

Comments are closed.