চুরি যাওয়া রাফাল নথি ব্যবহার করে আইন ভেঙেছেন আবেদনকারীরা, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

রাফাল চুক্তি সম্পর্কিত নথি চুরি গিয়েছে এবং আবেদনকারীরা চুরি যাওয়া নথির উপর ভরসা করে গোপনীয়তা আইন (অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট) লঙ্ঘন করেছেন। সুপ্রিম কোর্টকে জানালো কেন্দ্র। একটি সংবাদপত্রের প্রতিবেদন শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করার পরই এই মন্তব্য কেন্দ্রের।

প্রতিরক্ষা মন্ত্রকের প্রাক্তন কিংবা বর্তমান কর্মীদের মধ্যেই কেউ এই নথি চুরি করেছেন। এই নথিগুলি গোপনীয় এবং জনসমক্ষে প্রকাশ করার নয়। কেন্দ্রের তরফে অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টকে জানান।

এই প্রেক্ষিতেই প্রধান বিচারপতি রঞ্জন গগৈ প্রশ্ন করেন, সরকার এক্ষেত্রে কী ব্যবস্থা নিয়েছে? উত্তরে কেন্দ্রের তরফে জানানো হয়, কীভাবে চুরি হল তা তদন্ত করে দেখা হচ্ছে।

এটি একটি ফৌজদারি অপরাধ। আমাদের আপত্তি এই কারণে যে, গোপন নথি হলফনামার সঙ্গে সংযুক্ত করে আদালতে পেশ করা যায় না। তাই রাফাল রায় পুনর্বিবেচনা ও ‘পার্জারি’ বা আদালতে শপথ নিয়েও মিথ্যে তথ্য দেওয়ার অভিযোগে হলফনামা বাতিল করুক সুপ্রিম কোর্ট। শুনানিতে বলেন অ্যাটর্নি জেনারেল।

Comments are closed.