পুজোয় উত্তরবঙ্গে অসংখ্য পর্যটক পাড়ি দেন। একটি বড় অংশের বাঙালির কাছে পুজো মানেই বেড়াতে যাওয়া। এবং বেড়াতে যাওয়া মানেই অবশ্যই পাহাড়। সব ঠিক ঠাক থাকলেও এবার পুজোতেও উত্তরবঙ্গে পর্যটকের ঢল নামবে। ইতিমধ্যেই উত্তরবঙ্গগামী ট্রেনের টিকিট কার্যত পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় অভিনব উদ্যোগ নিল ভারতীয় রেল।
ট্রেনের চাপ কমাতে এবং পর্যটকেদের কথা ভেবে এবার উত্তরবঙ্গের জন্য পুজো স্পেশাল ট্রেনের ঘোষণা করেছে রেল। সম্প্রতি এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রেল। শিয়ালদহ এবং নিউ জলপাইগুড়ির মধ্যে পুজোরদিন স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ অক্টোবর শিয়ালদহ থেকে এনজেপি একটি পুজো স্পেশাল ট্রেন ছাড়বে ১১.৪০মিনিটে। ২২ অক্টোবর ১২.৪৫ মিনিটে এনজেপি থেকে শিয়ালদহ আসবে একটি ট্রেন। সেই সঙ্গে লক্ষ্মী পুজোর দিনও একটি স্পেশাল ট্রেন থাকবে।
Comments are closed.