ফের একটি নতুন নিয়ম লাগু করতে চলেছে পুরীর মন্দির। এবার থেকে মন্দির চত্বরে পান গুটখা সেবন করা যাবে না। আগামী বছর অর্থাৎ ২০২৪-এর ১ জানুয়ারি থেকেই নতুন এই নিয়ম লাগু হতে চলেছে।
বুধবার জগন্নাথ মন্দিরের মুখ্য প্রশাসক, উৎকল প্রশাসন নিযুক্ত আইএএস-কর্তা রাজনকুমার দাস নয়া এই নিয়মের কথা জানিয়েছেন। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মূলত মন্দির চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই এই উদ্যোগ। পান, গুটখার পিক যত্রতত্র ফেলার কারণে মন্দির চত্বর নোংরা হচ্ছে। যে কারণেই এই নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত।
এর আগে পুরীর মন্দিরে আগত দর্শনার্থীদেরও জন্যও একগুচ্ছ নির্দেশিকা জারি করেছিল মন্দির কর্তৃপক্ষ। সেখানে জানানো হয়েছিল, ছেঁড়া জিন্স, প্রাপ্ত বয়স্কদের হাফ প্যান্ট, হাত খোলা পোশাক ইত্যাদিতে না করেছিল মন্দির কর্তৃপক্ষ। যা নিয়ে একাংশের সমালোচনার মুখে পড়েছিল মন্দির কর্তৃপক্ষ। তবে মন্দিরে আগত দর্শনার্থীরা সেই পোশাক বিধি মেনে চলছে বলেই জানানো হয়েছে।
Comments are closed.