হাবড়া স্টেশনে এমএ ফার্স্ট ক্লাস পাশ ‘চা-ওয়ালি’র দোকান, সোশ্যাল মিডিয়া খ্যাত দোকান তুলে দিল রেল পুলিশ
হাবড়া স্টেশনের কোণে একফালি ছোট্ট একটা চায়ের দোকান। আর দোকান চালাতেন হাবড়ার বছর ২৬-এর তরুণী টুকটুকি দাস। ইংলিশে এমএ পাশ করার পর কোনও চাকরি না পেয়ে ওই তরুণী খুলে বসেছিলেন চায়ের দোকান। নাম দিয়েছিলেন ‘MA English Chaiwali’।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই চায়ের দোকানের নাম। সবাই এসে ভিড় করে এই ইংলিশওয়ালির দোকানে চা খেতে শুরু করেন। কিন্তু এবার সেই দোকান ভেঙে দিল আরপিএফ। আরপিএফের দাবি, ওই দোকানটি বৈধ নয়। বুধবার এই দোকান ভেঙে দেওয়ার পর প্রতিবাদ জানায় তৃণমূল কংগ্রেস। হাবড়া স্টেশনেই প্রতিবাদ দেখায় তৃণমূল কর্মীরা।
হাবড়া শ্রীচৈতন্য কলেজ থেকে ইংলিশে স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে ইংলিশে এমএ ফার্স্ট ক্লাস টুকটুকি। তারপর বেশ কয়েকটা সরকারি চাকরির পরীক্ষা, বেসরকারি জায়গায় ইন্টারভিউ দিয়েও কিছু হয়নি। সেইসময় হতাশায় না ডুবে নিজেই চায়ের দোকান খুলে বসেন হাবড়ার কৈপুকুরের বাসিন্দা টুকটুকি। তাঁর খবর চাউর হতেই হাবড়ার বিধায়ক তথা রাজ্য়ের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক টুকটুকিকে একটা চাকরি দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি তা নেননি। স্থানীয় পুরসভার কর্মীরা হাবড়া স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে একটি চায়ের স্টল বানিয়ে দেয় টুকটুকিকে। কিন্তু রেলের দাবি, ওই দোকান বা স্টলটি অবৈধ্যভাবে নির্মান করা হয়েছে। এরপর রেল কর্তৃপক্ষ আরপিএফ দিয়ে ওই স্টলটি ভেঙে দেয়। তবে জানতে পেরে বেজায় চটেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই রেলের সঙ্গে কথা বলে চায়ের দোকান্টি বসিয়ে দেওয়া হবে।
Comments are closed.