২১ জুলাই কেমন থাকবে কলকাতার আকাশ? ঝড়-বৃষ্টি নিয়ে কী পূর্বাভাস দিল হাওয়া অফিস? 

বর্ষা এলেও দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টি হচ্ছে না। কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আদ্রতা জনিত অস্বস্তি থাকছেই। এই আবহে আগামী কয়েকদিন আবহাওয়া নিয়ে কী জানাচ্ছে হওয়া অফিস? আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দু’দিন ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে। অর্থাৎ তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশের দিনও বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা। সেই সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হওয়া নিয়েও সতর্কতা জারি করা হয়েছে। 

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভবনা না থাকলেও আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কাল ও পরশু অর্থাৎ বুধ এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই কয়েকদিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে। তবে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আদ্রতা জনিত অস্বস্তি থাকছেই। হওয়া অফিস আরও জানিয়েছে, এই কয়েকদিন তাপমাত্রা ২৮ ডিগ্রি থেকে ৩৪ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। 

উল্লেখ্য, প্রায় দু’বছর পর পুরোনো সভাস্থলে ২১ জুলাই হচ্ছে। যা নিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে আলাদা উত্তেজনা রয়েছে। এই পরিস্থিতি ২১ জুলাইয়ে সাধারণত কিছুটা বৃষ্টি হয়। সেক্ষেত্রে বৃষ্টি এই বিরাট আয়োজনের বাধা হয়ে দাঁড়াবে কিনা তা নিয়েও কিছুটা চিন্তিত ঘাসফুল শিবিরের শীর্ষ নেতৃত্ব। 

 

Comments are closed.