অবৈধ খনন রুখতে গিয়ে মাফিয়াদের হাতে খুন DSP, পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

ডিএসপি পাচগাঁওয়ের কাছাকাছি এলাকায় অভিযান চালাচ্ছিলেন যেখানে অবৈধ খনন খুব সক্রিয়

খুন হলেন হরিয়ানার ডিএসপি সুরেন্দ্র সিংহ বিষ্ণোই। মঙ্গলবার সকালে মেওয়াটে খনি মাফিয়াদের হাতে খুন হন তিনি। এদিন সকাল থেকেই পাচগাঁও এর কাছে পাহাড় সংলগ্ন এলাকায় বৃষ্টি পড়ছিল। সেইসময় বালি পাচারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সুরেন্দ্র সিংহ বিষ্ণোই। পাথর ভর্তি একটি ট্রাক পিষে দেয় এই ডিএসপিকে। এইবছরেই অবসর নেওয়ার কথা ছিল সুরেন্দ্র সিংহ বিষ্ণোইর।

জানা গিয়েছে, পাচগাঁওয়ের কাছাকাছি এলাকায় অবৈধ খনন খুব সক্রিয়, এই খবর জানতেন টাউরুর ডিএসপি বিষ্ণোই। তাই এদিন অবৈধ কারবারের খবর পেয়েই পৌঁছে যান তিনি। পাথর বোঝাই একটি ট্রাককে দূর থেকে দেখতে পেয়ে তিনি আস্তে চালানোর জন্য নির্দেশ দেম। কিন্তু ট্রাকের চালক উলটে গতি বাড়িয়ে তাঁকে পিষে দেয়। এডিজি রবি কিরণ জানিয়েছেন, তিনি হয়তো ব্যাকআপ ফোর্স নিয়ে আসার সময় পাননি। কোনও অস্ত্র ব্যবহার করা হয়নি। এই ঘটনার পর এখনও পলাতক অভিযুক্তরা। পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে। নূহ জেলার এক পুলিশ কর্তা জানিয়েছেন, ডিএসপি সুরেন্দর সিংহ নিজের দায়িত্ব পালন করার সময় তাঁর জীবন দিয়েছেন। হরিয়ানা পুলিশ সাহসী অফিসারের শোকগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। , বলেছেন দোষীরা পালিয়ে বাঁচতে পারবে না। ক্ষতিপূরণ হিসেবে ডিএসপির পরিবারকে ১ কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। পরিবারের একজন সদস্যকেও চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

Comments are closed.