পাবলিক সার্ভিস কমিশনে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই সংস্থার তরফে এই মর্মে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কর্মী নিয়োগ করা হবে। রাজ্য সরকারের নারকোটিক্স ডিভিশন এবং ফরেন্সিক ল্যাবরেটরিতে কাজ করতে হবে। আবেদনকারীকে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কেমিস্ট্রি-সহ সায়েন্স বিভাগে স্নাতক হতে হবে। সেই সঙ্গে কোনও ল্যাবরেটরিতে অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজনীয়। পাশাপাশি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনকারীর কোনও ফরেন্সিক ল্যাবরেটরিতে কাজের অভিজ্ঞতা থাকলে তাঁকে অগ্রাধিকার দেওয়া হবে। ইচ্ছুক প্রার্থীর বয়েস হতে হবে ৩৯ বছরের মধ্যে।
পাবলিক সার্ভিস কমিশনের ওয়েব সাইটে গিয়ে ইচ্ছুক প্রার্থীরা আবেদনের বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। আবেদনের শেষ সীমা ২১ নভেম্বর থেকে ১২ ডিসেম্বরের মধ্যে। নিয়োগের পর বেতন হবে ২৮,০০০ টাকা থেকে ৭৪,৫০০ টাকার মধ্যে।
Comments are closed.