কর্তব্যরত অবস্থায় অনেক সময় দেখা যায় পুলিশ বা নিরাপত্তা কর্মীরা ফোন ‘ঘাঁটাঘাঁটি’তে ব্যস্ত। গেম খেলা, ইন্টারনেট সার্ফিং, ভিডিও দেখা। নানাবিধ কাজ। তবে এবার থেকে আর সেসব করা চলবে না। পুরসভায় ডিউটিতে থাকা পুলিশ, নিরাপত্তা রক্ষীদের জন্য এমনটাই বিজ্ঞপ্তি জারি করেছেন কলকাতা পুরসভার পুর-কমিশনার।
পুরসভা সূত্রে খবর, দেখা যাচ্ছে ডিউটির সময় পুলিশকর্মীরা, নিরাপত্তারক্ষীরা রীতিমতো ফোনে ‘ডুবে’ থাকছেন। যার ফলে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। যে কারণেই এই নির্দেশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরী প্রয়োজন ছাড়া ডিউটির সময় ফোন নিয়ে ব্যস্ত থাকতে পারবেন না পুলিশকর্মীরা। অর্থাৎ শুধুমাত্র ফোন করা বা ফোন রিসিভ ছাড়া বিনোদনের জন্য ফোন ব্যবহার নয়।
সোমবার সন্ধ্যায় পুর কমিশনার ওই বিজ্ঞপ্তি জারি করেন। তবে গুরুত্বপূর্ণ বিষয়, শুধুমাত্র পুলিশকর্মী বা নিরাপত্তা রক্ষীরাই নন, পুরসভার অন্যান্যকর্মীদের জন্যও এই বিজ্ঞপ্তি বলে জানানো হয়েছে।
Comments are closed.