অবশেষে নিউ গড়িয়া থেকে রুবি মেট্রোর চাকা গড়াতে পারে। আর দিন কয়েকের মধ্যেই শুরু হয়ে যেতে পারে পরিষেবা। মেট্রোর তরফে তেমনটাই খবর। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কোনও তারিখ ঘোষণা করা হয়নি।
আগামী ২৪ ডিসেম্বরে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, ওই দিনই তিনি মেট্রোর উদ্বোধন করতে পারেন। প্রধানমন্ত্রীর অফিস থেকে মেট্রো কর্তৃপক্ষকে সব রকমের প্রস্তুতি সেরে রাখতে বলা হয়েছে। সেই মতো মঙ্গলবারই নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ফাইনাল ট্রায়াল রান শেষ হয়েছে। নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট রুটে রুবি পর্যন্ত অংশের কাজ প্রায় ১ বছর হল শেষ হয়ে রয়েছে। যদিও কেন্দ্রের সবুজ সংকেত না মেলায় তা এখনও শুরু করা যায়নি।
রুবি থেকে নিউ গড়িয়া মোট যাত্রাপথের দুরত্ব ৫.৪ কিমি। মাঝে পাঁচটি স্টেশন থাকছে। রুবি-নিউ গড়িয়া রুটে ভাড়া পড়বে ২০ টাকা। এছাড়াও কেউ যদি রুবি থেকে দক্ষিণেশ্বর যেতে চায়, তাঁকে আলাদা করে টিকিট কাটতে হবে না। নিউ গড়িয়ায় নেমে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রো ধরতে পারবেন। তবে সেক্ষেত্রে ভাড়া লাগবে ৪৫ টাকা।
Comments are closed.