আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইমেলাকে দূষণমুক্ত করার আর্জি সবুজ মঞ্চের। সবুজ মঞ্চ সংগঠনের পক্ষ থেকে পাবলিসার্স ও বুক সেলার্স গিল্ড, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং বিধাননগর পুরসভা কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বইমেলা দূষণমুক্ত করতে সব নিয়মাবলী যেন মেনে চলা হয়।
আগামী ৩০ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ৪৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করবেন। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বইমেলা। করোনা আতঙ্ক কাটিয়ে এইবারের বইমেলায় বিপুল সংখ্যক ভিড় হবে বলে মনে করা হচ্ছে। সবুজ মঞ্চ দাবি করেছে, শব্দ নিয়ন্ত্রণ করতে হবে এবং মাইক্রোফোন ব্যবহার করা চলবে না। ১২০ মাইক্রণ কম প্লাস্টিক ক্যারিব্যাগ নিষিদ্ধ করার আর্জি জানানো হয়েছে। বইমেলায় ডাস্টবিনের সংখ্যা বাড়াতে হবে। পাঠকদের ডাস্টবিন ব্যবহারের বিষয়ে উৎসাহিত করার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, এবারের থিম কান্ট্রি স্পেন। গতবারের চেয়ে এবার স্টলের সংখ্যাও বাড়ানো হয়েছে। আগেরবার ৬৫০টি স্টল হয়েছিল। এইবার প্রায় ৯০০টি স্টল করা হয়েছে। সল্টলেকের সেন্ট্রালপার্ককে সাজিয়ে তোলা হয়েছে বইমেলা প্রাঙ্গণে।মেলাকে দূষণমুক্ত করার আর্জি জানিয়েছে সবুজ মঞ্চ।
Comments are closed.