সলমন খান এবার কলকাতায়। তাও ইস্টবেঙ্গলে হাত ধরে। আগামী ১৫ ই ডিসেম্বর ইস্টবেঙ্গলের শতবর্ষের অনুষ্ঠানে পারফর্ম করবেন বলিউড সুপারস্টার সলমন খান। বেশ অনেকদিন ধরেই সলমনের সঙ্গে কথা বলছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। এ বছর ইস্টবেঙ্গলের শতবর্ষ। গোটা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান করছে ইস্টবেঙ্গল। শতবর্ষে প্রথম অনুষ্ঠানে গত ১ লা অগাস্ট কপিল দেবকে এনে চমকে দিয়েছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। ১৩ই অগাস্টের অনুষ্ঠানের জন্য নিয়ে আসা হয়েছিল আটের দশকে ময়দানের বাদশা মজিদ বাসকারকে।
এবারও তার অন্যথা হচ্ছে না। এর আগে ইস্টবেঙ্গলে অনুষ্ঠানে পারফর্ম করে গেছেন অক্ষয় কুমার এবং সোনাক্ষী সিনহা। আরও একবার বলিউডের ছোঁয়া পাবে ইস্টবেঙ্গল। সলমন খানের অনুষ্ঠান নিয়ে ইতিমধ্যেই প্রত্যাশার পারদ চড়ছে। এই অনুষ্ঠানের জন্য ইস্টবেঙ্গলকে খরচ করতে হচ্ছে প্রায় ৬ কোটি টাকা। এর আগে ইস্টবেঙ্গল মাঠে অনুষ্ঠানের অনুমতি পাওয়া নিয়ে সমস্যা হচ্ছিল। কিন্তু সেই সমস্যা অনেকটাই কেটে গেছে। বৃহস্পতিবার ইস্টবেঙ্গল মাঠ ঘুরে যান সলমন খানের প্রতিনিধিরা। বড়সড় অঘটন না ঘটলে, ১৫ ই ডিসেম্বর ইস্টবেঙ্গল মাঠেই হবে সলমন খানের অনুষ্ঠান। এখন দেখার এই অনুষ্ঠানের টিকিটের দাম কত টাকা ধার্য করেন ইস্টবেঙ্গল কর্তারা।
Comments are closed.