বড়সড় ধাক্কা খেলো ইস্টবেঙ্গলের শতবর্ষ উদযাপনের পরিকল্পনা। শেষ কয়েক মাস ধরেই ইস্টবেঙ্গল কর্তারা চেষ্টা করছিলেন শতবর্ষ উদযাপনে বলিউড তারকা সলমন খানের একটি অনুষ্ঠান করতে। সে বিষয়ে সলমন খানের সম্মতিও পেয়ে গিয়েছিলেন তাঁরা। কিন্তু তীরে এসে তরী ডুবল। পুলিশি নিরাপত্তা জনিত সমস্যায় বাতিল হয়ে গেল ১৫ই ডিসেম্বর সলমন খান নাইট। কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ওই দিন মহামেডান মাঠে আরও একটি বড় অনুষ্ঠান আছে। সেখানে থাকবেন অরিজিৎ সিংহ। তাই পাশাপাশি দুটো মাঠে দুটি বড় অনুষ্ঠান করা তাদের পক্ষে সম্ভব নয়।
ইস্টবেঙ্গল কর্তারা বেসরকারি নিরাপত্তা রক্ষীদের দিয়ে অনুষ্ঠান করানোর প্রস্তাব দিলেও কলকাতা পুলিশ তাতে রাজি হয়নি। বাধ্য হয়েই ইস্টবেঙ্গল কর্তারা যোগাযোগ করেছিলেন সলমন খানের সঙ্গে। কিন্তু এই বলিউড নায়ক পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তাঁর পক্ষে অন্য কোনও দিনে অনুষ্ঠান করা সম্ভব নয়। কারণ ইস্টবেঙ্গলে তিনি আসছিলেন তাঁর নতুন সিনেমা দাবাং ৩ এর প্রচারে। কিন্তু ১৫ই ডিসেম্বরের পর অনুষ্ঠান করলে তাঁর সিনেমা রিলিজ হয়ে যাবে। তখন আর প্রচারে আসার কোনও মানে থাকবে না। তাই, নির্দিষ্ট দিনে অনুষ্ঠান না হলে তাঁর পক্ষে আসা সম্ভব নয়। সব মিলিয়ে বড়োসড় সমস্যায় ইস্টবেঙ্গল কর্তারা। এই অনুষ্ঠান না হওয়ার ফলে প্রচুর ক্ষতির মুখে পড়তে চলেছেন তাঁরা। কারণ এই অনুষ্ঠান থেকেই কিছু লাভের আশা করেছিলেন লাল হলুদ কর্তারা।
Comments are closed.