দাঁত বের করে হাসছেন মা স্বরসতী। এমন ঠাকুর দেখা গেল আসানসোলের মিঠানী গ্রামে। দুবছর পর স্কুল খোলায় হাসি ফুটেছে পড়ুয়াদের মুখে। তারই প্রতিফলন সরস্বতী পুজোয়। ঠাকুর বানানো হল হাসি মুখের।
মুচকি নয়, রীতমতো দাঁত বের করে হাসছেন মা সরস্বতী। এলাকার পড়ুয়ারা জানিয়েছে, দুবছর ধরে স্কুল বন্ধ ছিল। ৩ ফেব্রুয়ারি থেকে খুলেছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। তাই হাসি ফুটেছে পড়ুয়া এবং শিক্ষকের মুখে। আর হাসছেন ঠাকুরও। আসানসোলের মিঠানী গ্রামে মৃৎশিল্পী মহাদেব বাউড়ি তৈরি করেছেন এই অভিনব সরস্বতী প্রতিমা। অভিনব এই প্রতিমা দেখে মুগ্ধ স্থানীয় বাসিন্দারা। কেউ তুলছেন ছবি, কেউ আবার সেলফি তুলেছেন। অনেকে আবার প্রার্থনা করছেন, স্কুল খোলার এই আনন্দ যেন স্থায়ী হয়।
এর আগেও সরস্বতী ঠাকুরের মধ্যে অভিনবত্ব দেখা গিয়েছিল। কখনও স্কুটারে চেপে বাগদেবীকে দেখা গেছে। আবার কখনও প্রতিমার চোখে সানগ্লাস পরিয়ে দেওয়া হয়েছে। আর এবার স্কুল, কলেজ খোলার আনন্দে ঠাকুর হাসলেন দাঁত বের করে।
Comments are closed.