পুজোর ছুটিতে অনেক বাঙালি বেড়াতে যান। আর বাঙালির প্রিয় ভ্রমণ জায়গাগুলোর মধ্যে অন্যতমই হচ্ছে পুরী। তবে পুজোর মরশুমে পর্যটকের সংখ্যা অত্যাধিক থাকায় পুরী যাওয়ার ট্রেনগুলোতে টিকিট মেলা কার্যত অসম্ভব। পুরী যাওয়ার পরিকল্পনা করলেও অনেকেই তাই টিকিটের অভাবে যেতে পারছেন না। এবার তাঁদের জন্য বড় ঘোষণা করল রেল। পুরী যাওয়ার জন্য শিয়ালদহ থেকে একমাস চলবে বিশেষ ট্রেন।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ০৩১০১ শিয়ালদহ-পুরী ট্রেনটি ২১ অক্টোবর সপ্তমী থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রতি শনিবার চলবে। ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়বে সন্ধে ৭টা ২০ মিনিটে, পুরী পৌঁছবে ভোর ৪টে ১৫ মিনিটে। পরের দিন ট্রেনটি আবার পুরী থেকে ছাড়বে দুপুর ৩টে ১৫ মিনিটে। শিয়ালদহ পৌঁছবে রাত ২টোয়।
সঙ্গে আরও জানা গিয়েছে, পর্যটকেদের জন্য বিশেষ এই ট্রেনটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। PRS এবং ইন্টারনেটের মাধ্যমে টিকিট বুকিং করা যাবে। যদিও রেলের তরফে এও জানানো হয়েছে, বিশেষ এই ট্রেনের টিকিটে কোনও ছাড় মিলবে না। এবং তৎকাল বুকিংয়েরও কোনও ব্যবস্থা থাকছে না।
Comments are closed.