নিরাপত্তায় আরও জোর, কলকাতার ৫ মেডিক্যাল কলেজে ৪ হাজার সিসি ক্যামেরা বসানো হচ্ছে

আরজি কর কাণ্ডের পর হাসপাতালের সার্বিক নিরাপত্তায় কলকাতার পাঁচ মেডিক্যাল কলেজেই সাড়ে ৪ হাজার সিসি ক্যামেরা বসাচ্ছে রাজ্য। অর্ধেক ইতিমধ্যে বসানো হয়ে গিয়েছে। বাকি অর্ধেক বসানোর প্রক্রিয়া চলছে। প্রতিটি ওয়ার্ড, আউটডোর থেকে শুরু করে ছাত্রছাত্রীদের হস্টেল, ক্যান্টিন, অপারেশন থিয়েটারের আশপাশ, সেমিনার রুম, সর্বত্র সিসি টিভি বসানো হচ্ছে।

শুধু আরজি কর মেডিক্যাল কলেজে ১২০০ সিসি ক্যামেরা বসছে। কয়েকটি ইতিমধ্যে বসেও গিয়েছে। শুধু নিরাপত্তাই নয়, কর্মরত অবস্থায় গাফিলতি, রোগীর সামনে লাগাতার সোশ্যাল মিডিয়া আপডেট, রিল দেখা, মোবাইলে ঘণ্টার পর ঘণ্টা গল্প, সবটাই এরপর থেকে নজরে থাকবে। এতে হাসপাতালের কর্মসংস্কৃতি ভালো হবে।

আখেরে যা রোগীদের পক্ষে ভালো। পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিক্যাল কলেজে আগে ২৩৫টি ক্যামেরা ছিল। এখন আরও ২৬৩টি লাগানো হয়েছে। এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, আগে এখানে ছিল ৬০০ ক্যামেরা। গত কয়েকদিনে বসানো হয়েছে আরও ৪০০টি। ৫ লক্ষ টাকা খরচে আরও কিছু সিসি ক্যামেরা কেনা হবে।

Comments are closed.